kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

শাহজাদপুরে জমি বিরোধে খুন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

৩ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহজাদপুরে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে আরো একজন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানায়, চরাচিথুলিয়া গ্রামের চাঁদ আলী ফকির (৫০) ও তাঁর চাচাতো ভাই গাজী ফকিরের মধ্যে বাড়ির জমি নিয়ে আদালতে মামলা চলছিল। বৃহস্পতিবার নালিশি জমির ওপর গাজী ফকির জোড় করে ঘর তুলতে গেলে চাঁদ আলী ফকির বাধা দেন। সন্ধ্যায় গাজী ফকির, তাঁর ভাই রশীদ ফকিরসহ আরো কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে চাঁদ ফকিরের ওপর হামলা চালায়। এ সময় ভাইকে রক্ষা করতে এসে আলম ফকিরও (৫৫)  হামলার শিকার হন। গুরুতর আহত দুজনকে পাশের উপজেলা বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদ ফকিরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই নিহত চাঁদ আলী ফকিরের ছেলে সুজন ফকির বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করেন।

মন্তব্যসাতদিনের সেরা