kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

‘৯৯৯’-এ কল করেও বাঁচানো যায়নি তাঁকে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে সদর উপজেলা বড়হরণ এলাকায় ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় আহত হন। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করেছেন। এর আগে ওই ব্যক্তিকে রেললাইনের পাশে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে লিপি বেগম নামের এক নারী জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করেন। আধাঘণ্টার মধ্যেই রেলওয়ে পুলিশ এসে ওই ব্যক্তিকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির এসআই মো. মোজাম্মেল খান বলেন, ‘আধাঘণ্টার মধ্যেই আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আহত ওই ব্যক্তি একটু-একটু নড়াচড়া করছেন। ভ্যানে করে তাঁকে নিয়ে হাসপাতালের উদ্দেশে নেওয়ার পথে নড়াচড়া বন্ধ হয়ে যায়।

 

মন্তব্যসাতদিনের সেরা