kalerkantho

যৌন নির্যাতনের অভিযোগ

হাবিপ্রবির শিক্ষককে চূড়ান্ত বহিষ্কার দাবি

দিনাজপুর প্রতিনিধি   

১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক, যৌন নির্যাতনে অভিযুক্ত মো. রমজান আলীর চূড়ান্ত বহিষ্কারের দাবি জানিয়েছে ‘দিনাজপুর সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি’। এ দাবিতে তারা গতকাল বুধবার প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। দিনাজপুর লোকভবন চত্বরে সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব ড. মারুফা বেগমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আবুল কালাম আজাদ, সুলতান কামাল উদ্দিন বাচ্চু, আব্দুস সামাদ, মেহেরুলাহ বাদল, সত্য ঘোষ, রবিউল আওয়াল খোকা, সনৎ চক্রবর্তী, রহমতুল্লাহ রহমত, হারুন উর রশিদ, কানিজ রহমান প্রমুখ।

মন্তব্য