kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

পৌরসভার জমি অধিগ্রহণ না করার দাবি

জামালপুর প্রতিনিধি   

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজামালপুর পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার জন্য ফসলি জমি অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে এলাকার কৃষকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে কম্পপুর এলাকাবাসীর ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি পেশ শেষে মিছিলসহ পৌরসভা কার্যালয় ঘেরাও করে তারা এ দাবি জানায়। একই দাবিতে তারা পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনিরের কাছেও স্মারকলিপি দেয়। প্যানেল মেয়র মো. ফজলুল হক আকন্দ ওই স্মারকলিপি গ্রহণ করেন। আন্দোলনকারীদের পক্ষে মো. জহুরুল ইসলাম বলেন, ফসলি জমি অধিগ্রহণ করা হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। জামালপুর পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক আকন্দ বলেন, ‘পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার জন্য কম্পপুর এলাকায় প্রায় ১৫ একর জমি অধিগ্রহণের জন্য ইতিমধ্যে মাপজোখ করা হয়েছে। কৃষকদের স্মারকলিপি পেয়েছি। বিষয়টি আমরা পৌর পরিষদের সভায় আলোচনা করব।’

 

মন্তব্যসাতদিনের সেরা