kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

খুলনার ডিসিকে স্মারকলিপি

সাংবাদিক জলিলকে ফাঁসানোর ঘটনার সুবিচার দাবি

খুলনা অফিস   

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাংবাদিক ও ক্রীড়া সংগঠক আব্দুল জলিলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাদক মামলায় ফাঁসানোর ঘটনার সুবিচার দাবিতে খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে খুলনায় কর্মরত সাংবাদিকরা। গতকাল বৃহস্পতিবার সকালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৬৩ জন সাংবাদিক জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি দেন। জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেন স্মারকলিপি গ্রহণ করে সাংবাদিকরা সুবিচার পাবেন বলে আশ্বাস দেন।

স্মারকলিপিতে খুলনায় কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে জানান, কিছুদিন আগে মাদক অধিদপ্তরের সোর্স টুটুলের বিরুদ্ধে মাদকসংক্রান্ত সংবাদ হয়েছিল।

 

মন্তব্যসাতদিনের সেরা