kalerkantho

বুধবার । ৮ আশ্বিন ১৪২৭ । ২৩ সেপ্টেম্বর ২০২০। ৫ সফর ১৪৪২

হবিগঞ্জের সড়কে উপড়ে পড়া গাছে দুর্ঘটনার শঙ্কা

হবিগঞ্জ প্রতিনিধি   

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেহবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের সন্দলপুর নামক স্থানে ঝড়ে পড়া গাছের জন্য যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এক মাস ধরে গাছটি পড়ে থাকলেও কর্তৃপক্ষ এটি অপসারণ করছে না। ফলে প্রায়ই সেখানে ঘটছে দুর্ঘটনা। সৃষ্টি হচ্ছে যানজট।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের সন্দলপুর এলাকায় সড়কের পাশের একটি বড় শিশুগাছ ঝড়ে উপড়ে পড়ে। গাছটি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে স্থানীয় লোকজন সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করলেও তা অপসারণ করা হয়নি। ফলে এখানে যানজট ও ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, বড় একটি শিশুগাছ রাস্তার অনেক অংশ ব্লক করে পড়ে আছে। সেখান দিয়ে স্থানীয়দের পায়ে হেঁটে চলাফেরা করতেও সমস্যা হচ্ছে। এ ব্যাপারে হবিগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল আলম বলেন, বিষয়টি সড়ক বিভাগের বৃক্ষপালনবিদকে জানানো হয়েছে। কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। গাছটি নিলামে তোলার জন্য বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অনুরোধ করা হয়েছে। কিন্তু এ নিয়ে জটিলতা থাকায় তিনি কোনো ব্যবস্থা নিতে পারেননি।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার বলেন, ‘বিষয়টি আমরা অবগত নই। এ ধরনের ঘটনা কেউ আমাদের জানায়নি।’

 

মন্তব্যসাতদিনের সেরা