kalerkantho

বুধবার । ৮ আশ্বিন ১৪২৭ । ২৩ সেপ্টেম্বর ২০২০। ৫ সফর ১৪৪২

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৯

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহীর বিভিন্ন স্থানে জেলা ও মহানগর পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছে ৫৯ জন। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকালের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা-পুলিশ তিনজন, তানোর থানা-পুলিশ চারজন, মোহনপুর থানা-পুলিশ ছয়জন, পুঠিয়া থানা-পুলিশ তিনজন, বাগমারা থানা-পুলিশ দুজন, দুর্গাপুর থানা-পুলিশ চারজন, চারঘাট মডেল থানা-পুলিশ তিনজন ও বাঘা থানা-পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ২৪ জন পরোয়ানাভুক্ত আসামি, চারজনকে মাদকদ্রব্যসহ  তিনজনকে অন্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার রুহুল কুদ্দুস জানান, বোয়ালিয়া মডেল থানা-পুলিশ ছয়জন, রাজপাড়া থানা-পুলিশ দুজন, চন্দ্রিমা, মতিহার ও কাটাখালী থানা-পুলিশ ৯ জন, শাহমখদুম থানা-পুলিশ একজন, এয়ারপোর্ট থানা-পুলিশ দুজন, পবা থানা-পুলিশ দুজন, কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ তিনজন, কর্ণহার থানা-পুলিশ দুজন ও ডিবি পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

 

মন্তব্যসাতদিনের সেরা