kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

মেহেরপুরে ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি   

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’—এই স্লোগানে মেহেরপুরের গাংনীতে ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ কামস ফর হিউম্যানিটির আয়োজনে গাংনী বাজার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কামস ফর হিউম্যানিটির সভাপতি মামুন অর রশিদ বিজনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য দেন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু হোসেন, সিঙ্গাপুর শাখা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোবহান, সংগঠনের সহসভাপতি ছাত্রলীগ নেতা আসিফ ইকবাল অনিক প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে আজ ধর্ষণের ঘটনা ঘটছে। ধর্ষকদের যথাযথ শাস্তি হচ্ছে না বলেই বারবার এমন ঘৃণিত অপরাধ সংঘটিত হচ্ছে। ধর্ষকদের উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাঁরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

 

মন্তব্যসাতদিনের সেরা