kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

ঠাকুরগাঁওয়ে রবীন্দ্র-নজরুল জন্মোৎসব পালন

ঠাকুরগাঁও প্রতিনিধি   

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মোৎসব পালন করা হয়েছে। বুধবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি এই উৎসবের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রথম পর্বে রবীন্দ্র-নজরুলের সৃষ্টিশীল কর্মজীবনী নিয়ে আলোচনা, পরে মনোজ্ঞ সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়। জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম,

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অনুপম মনি, উদীচী সভাপতি সেতারা বেগম, বিশিষ্ট আবৃত্তিকার অমল টিক্কু, প্রবীণ সংগীতশিল্পী মোজাম্মেল হক বাবলু প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা