kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

১১ বছরেও পোস্ট অফিসের কার্যক্রম শুরু হয়নি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি   

১২ জুলাই, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনির্মাণকাজ শেষ হয়েছে ১১ বছর আগে। অথচ পুরো ভবন খালি পড়ে আছে। তবু কার্যক্রম শুরু করা হয়নি। এ চিত্র বগুড়ার শাজাহানপুরের উপজেলা পোস্ট অফিস ভবনের। ফলে ব্যবহারের আগেই যেমন লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি নষ্ট হচ্ছে তেমনি আধুনিক ডাকসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার তিন লক্ষাধিক মানুষ।

জানা যায়, ২০০২ সালে এ উপজেলা প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই সরকারের বিভিন্ন দপ্তর এ উপজেলায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২০০৮ সালে প্রায় সাত লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় উপজেলা পোস্ট অফিস ভবন। কিন্তু ডাক বিভাগের চরম উদাসীনতায় আজও এ অফিসের কার্যক্রম শুরু হয়নি। কিন্তু আধুনিক সব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শাজাহানপুরবাসী।

বগুড়া বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আনোয়ার হোসেন জানান, ডাক বিভাগ থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না থাকায় কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না। তবে শিগগিরই কার্যক্রম চালু হওয়ার সম্ভাবনা আছে।

মন্তব্যসাতদিনের সেরা