kalerkantho

রবিবার। ১৮ আগস্ট ২০১৯। ৩ ভাদ্র ১৪২৬। ১৬ জিলহজ ১৪৪০

ধর্মপাশার কংস নদীতে যুবকের লাশ

হাওরাঞ্চল প্রতিনিধি   

১৬ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন কংস নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নাধীন দুধবহর এলাকার কংস নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম জানান, বিকেলে দুধবহর গ্রামসংলগ্ন কংস নদীর পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আনুমানিক ৩০-৩২ বছর বয়সী ওই যুবকের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি আরো জানান, থানায় লাশের সুরতহাল শেষে বিকেলেই ময়নাতদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে অজ্ঞাতপরিচয় ওই যুবককে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে—নাকি নদীতে ডুবে মারা গেছে, তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধারের বিষয়ে আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।

মন্তব্য