kalerkantho

সোমবার । ২৬ আগস্ট ২০১৯। ১১ ভাদ্র ১৪২৬। ২৪ জিলহজ ১৪৪০

গাছে বেঁধে গৃহবধূ নির্যাতন

নকলা থানার ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত

শেরপুর প্রতিনিধি   

১৬ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশেরপুরে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নকলা থানার ওসি কাজী শাহ নেওয়াজকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর। এর আগে বৃহস্পতিবার রাতে একই ঘটনায় নকলা থানার এসআই ওমর ফারুককে প্রত্যাহার করে শেরপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বলেন, নকলা থানার ওসি কাজী শাহ নেওয়াজকে প্রত্যাহারের আদেশ হয়েছে। আগামী ১৮ জুন নকলা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সে কারণে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া গেলে তাঁকে নকলা থানা থেকে প্রত্যাহার করা হবে।

এদিকে ভুক্তভোগী ডলি খানমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল দুপুরে তাঁকে শেরপুর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁর স্বামী মো. শফিউল্লাহ জানান, শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে ডলিকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা তাঁকে জেলা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। এর আগের দফায় চিকিৎসাকালে নির্যাতনের কারণে ডলি খানমের গর্ভপাত হওয়ার বিষয়টি ধরা পড়ে।

মন্তব্য