kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

বাজেট অভিনন্দনের মিছিলে ছাত্রলীগের সংঘর্ষ

লক্ষ্মীপুর প্রতিনিধি   

১৬ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসদ্যোঘোষিত বাজেটকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ আয়োজিত আনন্দ মিছিলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। শনিবার দুপুরে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় কাজী মামুনুর রশিদ বাবলু ও ফাহাদ বিন কামাল মাহির অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বাবলু চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ও মাহি লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার সভাপতি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরের বাজেটকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফের নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় পৌঁছালে সংঘর্ষে জড়িয়ে পড়ে নেতাকর্মীরা।

মন্তব্যসাতদিনের সেরা