kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

বেনাপোল পোর্ট থানার ওসিকে প্রত্যাহার দাবি ছাত্রলীগের

যশোর অফিস   

১৬ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরের বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিমকে ছাত্রলীগ নেতার খুনি এবং বিভিন্ন সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নির্যাতনকারী অভিহিত করে তাঁর প্রত্যাহার দাবি করেছে যশোর জেলা ছাত্রলীগ। যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সংগঠনের জেলা শাখার সাবেক সহসভাপতি আকুল হুসাইনের বাড়িতে পুলিশি অভিযানের প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতারা এ দাবি তুলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শাখার সাবেক সহসভাপতি নিয়ামত উল্লাহ। এ সময় ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাবের হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবীর শিপলুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা