kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

ত্রিশালে মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টারহত্যার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১৬ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ময়মনসিংহ শহরে এ কর্মসূচি পালিত হয়।

পরে দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের পরিবার অভিযোগ করে, প্রধান আসামি আব্দুল কাদের জিলানী ও তার লোকজন মামলার সাক্ষীদের নানাভাবে হয়রানি করছে। পাশাপাশি তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টারের ছেলে মাহমুদুল হাসান, মুক্তিযোদ্ধা কামাল পাশা, জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মওলা তরফদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক হুমায়ুন রশিদ সোহাগ, পেশাজীবী সন্তান কমান্ডের আহ্বায়ক এ বি এম ফজলে রানা, মুক্তিযোদ্ধার সন্তান শিক্ষিকা ফাতেমা খাতুন প্রমুখ।

মন্তব্য