kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউপজেলার শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের জন্য জমি কেনার নামে বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গাছগুলোর মূল্য হবে প্রায় দেড় লাখ টাকা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ করেন এলাকাবাসীর পক্ষে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি।

জানা গেছে, বিদ্যালয় মাঠে দুটি জামগাছসহ সাতটি গাছ ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে বিক্রি করেন প্রধান শিক্ষক মো. আফছর আলী। বুধবার সকালে জামগাছ দুটি কেটে ফেলা হয়। দুপুরে অন্য গাছগুলো কাটতে গেলে শ্রমিকদের বাধা দেয় এলাকাবাসী।

সাইফুল ইসলাম বলেন, বিভিন্ন সময় বিদ্যালয়ের আকাশমণিসহ ৩৩টি গাছ বিক্রি করা হয়েছে। এর মধ্যে বিদ্যালয়ের নামমাত্র কাজ করে বেশির ভাগ টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক।

অভিযুক্ত আফছর উদ্দিন বলেন, ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে সাতটি গাছ বিক্রির টাকা দিয়ে বিদ্যালয়ের নামে মাঠসংলগ্ন ২৪ শতাংশ জমি কেনা হয়েছে।

 

মন্তব্যসাতদিনের সেরা