kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

সংস্কারহীন ৯ কিমি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

১৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসংস্কারহীন ৯ কিমি

সিরাজগঞ্জের তাড়াশের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের বেহাল চিত্র। ছবিটি খালকুলা থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ

পিচ ঢালাই উঠে গেছে। সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত। বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে থাকে। একটু পর পরই গর্ত থাকায় যানবাহনও চলে ধীরগতিতে। ফলে সৃষ্টি হয় জটের। এর ওপর গর্তে গাড়ি আটকে ঘটছে দুর্ঘটনা।

এ চিত্র হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশের মান্নাননগর থেকে খালকুলা পর্যন্ত ৯ কিলোমিটার অংশের। দীর্ঘদিন সংস্কার না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সড়কটির সিরাজগঞ্জ অংশের ২৫ কিলোমিটারের মধ্যে ১৬ কিলোমিটার সংস্কার করে। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় ৯ কিলোমিটার সংস্কার করা হয়নি।  এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ‘সড়কটি দ্রুত মেরামত করা দরকার। যানবাহনের ধীরগতির কারণে ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। যদিও আমরা টহল বাড়িয়েছি।’ বরাদ্দ পেলেই মেরামত করা হবে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সওজের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার পারভেজ।

মন্তব্যসাতদিনের সেরা