kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

সিংড়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

নাটোর প্রতিনিধি   

১৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনাটোরের সিংড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুলের গণিত শিক্ষক ফজলুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার সকালে স্কুলের ১৩ জন শিক্ষার্থী ও ১১ জন অভিভাবক ইউএনওর কাছে লিখিতভাবে এ অভিযোগ করেন। অভিযোগ সূত্র জানা যায়, গণিত শিক্ষক ফজলুর রহমান স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীদের তাঁর কাছে প্রাইভেট পড়তে বাধ্য করেন। প্রাইভেট পড়ানো অবস্থায় বিভিন্নভাবে যৌন হয়রানি করেন। তা ছাড়া বিভিন্ন প্রলোভন দেখিয়ে গভীর রাতে ছাত্রীদের ফোন করে কুপ্রস্তাব দেন তিনি। গত ৬ এপ্রিল গণিত পরীক্ষার প্রশ্ন তাঁর কাছে প্রাইভেট পড়া শিক্ষার্থীদের মাঝে ফাঁস করে দেন। এরপর গত ৮ এপ্রিল ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিষয়টি টের পেয়ে ওই শিক্ষক মোবাইল ফোনসেটের মাধ্যমে ভিডিও কলে শিক্ষার্থীদের অভিযোগ না দেওয়ার জন্য হুমকি দেন। ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী জানায়, অভিযুক্ত শিক্ষকের হুমকির কারণে তারা নিজেদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। শিক্ষকের ধারণ করা ভিডিও বখাটেদের মাধ্যমে ছেড়ে দিয়ে সম্মানহানি করারও আশঙ্কা করছে তারা। এ বিষয়ে গণিত শিক্ষক ফজলুর রহমান সব অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার্থীদের যৌন হয়রানির কোনো প্রশ্নই আসে না। স্কুলের অধ্যক্ষ আজিজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। বিদ্যালয়ের সভাপতি ও সিংড়া ইউএনও সুশান্ত কুমার মাহাতো বলেন, অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা