নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি সচল অ্যাম্বুল্যান্স বরাদ্দের অভাবে চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে জরুরি সেবা নিতে আসা রোগীরা উন্নত চিকিৎসার জন্য রংপুরে যেতে দুর্ভোগের শিকার হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে রোগী পরিবহনের জন্য তিনটি অ্যাম্বুল্যান্স আছে। এরই মধ্যে একটি অচল হলেও দুটি সচল রয়েছে। স্থানীয় ফিলিং স্টেশন থেকে বাকিতে অ্যাম্বুল্যান্সের জন্য তেল সরবরাহ করা হতো। বর্তমানে মবিলসহ অন্য খরচ বাবদ পাঁচ লাখ ১৭ হাজার ৪৫০ টাকা পায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। ফলে সম্প্রতি ফিলিং স্টেশন মালিক জানিয়ে দেন যে তাঁরা আর বাকিতে তেল দিতে পারবেন না।
স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুল্যান্সের ড্রাইভার রজব আলী বলেন, ‘এখান থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যাতায়াতে এক হাজার ৩৫০ টাকার তেল লাগে। আমরা ভাড়া বাবদ ৯০০ টাকা নিই। বাকি টাকা সরকার ভর্তুকি দিয়ে থাকে।’
আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাহাফুজুর রহমান সেনিন বলেন, এখান থেকে মাসে কমপক্ষে ৮৫ জন রোগীকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেড এ সিদ্দিকী বলেন, ‘আবারও অ্যাম্বুল্যান্স চালু করা হবে।’
মন্তব্য