kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

বঙ্গবন্ধু সাফারি পার্ক জেব্রার দলে আরেক সদস্য

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর   

২৫ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা পরিবারে আনন্দ বইছে। সেখানে গতকাল রবিবার এক মা জেব্রা একটি শাবকের জন্ম দিয়েছে। সদ্য জন্ম নেওয়া শাবকসহ পার্কে এখন জেব্রার সংখ্যা ১৫।

সাফারি পার্কের কর্মকর্তারা জানান, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শারীরিকভাবে কিছুটা দুর্বল শাবকটি। ফলে সেটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শাবকটি মেয়ে না ছেলে তা এখনো জানাতে পারেননি তাঁরা।

কর্মকর্তারা আরো জানান, গত ২০১৭ সাল থেকে বিভিন্ন সময়ে এ সাফারি পার্কে বাচ্চা জন্ম দিয়েছে আরো চার মা জেব্রা।

পার্কের প্রকল্প পরিচালক মিহির কুমার জানান, গতকাল ভোরে স্বাভাবিকভাবে একটি মা জেব্রা একটি বাচ্চা প্রসব করে। এর কয়েক মিনিট পরই বাচ্চাটি মা জেব্রার পিছু পিছু ঘুরতে থাকে। কিছু সময় পর পরই সে তার মায়ের দুধ পান করছে। তিনি জানান, জেব্রা শাবক জন্মের ছয় থেকে সাত মাস পর্যন্ত মায়ের দুধ পান করে। তবে এক মাস পর থেকে ঘাস খেতে অভ্যস্ত হয়।

 

মন্তব্যসাতদিনের সেরা