kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

পাবনায় নারীর অর্ধগলিত লাশ

পাবনা প্রতিনিধি   

১৭ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপাবনা শহরের সুতাপট্টি এলাকার একটি বহুতল ভবন থেকে বিথী আক্তার সাজু নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহত বিথী পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের আবু সাঈদের মেয়ে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান স্থানীয়দের বরাত দিয়ে জানান, স্বামী নাসিরের সঙ্গে প্রায় ১০ বছর আগে বিথীর বিবাহ বিচ্ছেদ হয়। শহরের সুতাপট্টি এলাকার ওই ভবনের পাঁচতলায় প্রায় সাত মাস আগে বিথী ভাড়ায় ওঠেন। সেখানে তাঁর সঙ্গে তাঁর ছেলে হিমেলও থাকতেন। গতকাল দুপুরের দিকে ভবনটির নিচতলায় অবস্থিত বিপণিবিতানের দোকান মালিকদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পাঁচতলার ফ্ল্যাট থেকে বিথীর অর্ধগলিত লাশ উদ্ধার করে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ঘটনার সময় বিথী তাঁর ভাড়াবাড়িতে একাই অবস্থান করছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। প্রাথমিকভাবে এটাকে হত্যাকাণ্ড হিসেবেই পুলিশ মনে করছে। তবে কারা কী কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে—তা তদন্তের পর বলা যাবে। এ ব্যাপারে নিহত বিথীর ছেলে হিমেল জানান, চলতি মাসের ৮ তারিখে তিনি চাঁপাইনবাবগঞ্জে বাবার কাছে বেড়াতে যান। গত দুই দিন ধরে মায়ের সঙ্গে মোবাইল ফোনে তিনি কোনো যোগাযোগ করতে না পেরে গতকাল সকালে ভবনের নিচতলার এক দোকানিকে মায়ের খোঁজ নেওয়ার জন্য অনুরোধ করেন। ওই দোকানদার তাঁর মায়ের ফ্ল্যাটে ঢুকে মরদেহ দেখতে পেয়ে তাঁকে জানান। এরপর পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

 

মন্তব্যসাতদিনের সেরা