kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

রংপুরে চলছে দক্ষিণ এশিয়ান আলোকচিত্র উৎসব

রংপুর অফিস   

১৬ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরংপুরে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে দক্ষিণ এশিয়ান আলোকচিত্র উৎসব। বৃহস্পতিবার রংপুর গণগ্রন্থাগার মিলনায়তনে তিন দিনব্যাপী এ উৎসব শুরু হয়। ছয় দেশের ফটোগ্রাফারদের তোলা ছবি নিয়ে শুরু হওয়া এ উৎসবের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর ফটোগ্রাফিক সোসাইটির আহ্বায়ক মাহাতাব লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দীন আহম্মেদ, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল ও রংপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন রংপুর ফটোগ্রাফিক সোসাইটির সদস্যসচিব শাহিদুর রহমান শাহিদ। রংপুর ফটোগ্রাফিক সোসাইটি আয়োজিত এ উৎসবে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, থাইল্যান্ডের ফটোগ্রাফারদের তোলা ১০০টি ছবি স্থান পেয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা