kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

সৈয়দপুরে বিভাগীয় কবিতা উৎসব

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি   

১৬ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরংপুর বিভাগীয় কবিতা উৎসব গতকাল শুক্রবার সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে। শহরের রসুলপুরের থিম পার্ক চত্বরে রংপুর সাফল্য প্রকাশনীর আয়োজনে দুই পর্বে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কবি ইমরোজ সোহেল। বিশেষ অতিথি ছিলেন কবি মাজহারুল ইসলাম সরকার, কবি মাসুদ মুস্তাফিজ, কবি অধ্যাপক ফখরুল আনাম বেঞ্জু, কবি আব্দুর রউফ, কবি ইসলাম রফিক ও কবি মনিরুজ্জামান শাহিন। সভাপতিত্ব করেন রংপুরের সাফল্য প্রকাশনীর প্রকাশক কবি নাসরিন নাজ। স্বাগত বক্তব্য দেন কবি আবু নাসের সিদ্দিক তুহিন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন কবি অ্যাডভোকেট আবুল কাশেম, কবি মোর্শেদা বেগম, কবি সুনীল সরকার, কবি মাহফুজ-উল- হাসান, কবি কুশল চন্দ্র রায়, কবি ফৌজিয়া শানু মীরা, কবি এস এম আতাউর রহমান ও কবি খেয়ালী মোস্তফা প্রমুখ। আলোচনাসভা শেষে উপস্থিত কবিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

মন্তব্যসাতদিনের সেরা