kalerkantho

সোমবার । ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭ । ১  জুন ২০২০। ৮ শাওয়াল ১৪৪১

বইমেলার স্থান পরিবর্তনের দাবি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    

১১ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাবনার ভাঙ্গুড়ায় ‘ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ’ প্রাঙ্গণে আট দিন ধরে চলছে বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। ভাঙ্গুড়া সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদ ২৬ বছর ধরে এ মেলার আয়োজন করছে। মেলায় প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। কিন্তু কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তারা যেখানে-সেখানে প্রাকৃতিক কাজ সারছে। ফলে দুর্গন্ধে পড়তে ও পড়াতে সমস্যা হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম অভিযোগ করেন, মেলা অন্যত্র সরিয়ে নিতে আয়োজক ও প্রশাসনের কাছে তিনি বারবার অনুরোধ করেছেন। কিন্তু কেউই কর্ণপাত করছে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাছুদুর রহমান বলেন, ‘মেলার সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সুশীল সমাজের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা জড়িত। তাই সবার সঙ্গে আলোচনা করে আগামী বছর মেলার স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

 

মন্তব্যসাতদিনের সেরা