kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

ইবি কর্মকর্তাদের কর্মবিরতি

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচতুর্থ স্কেলে বেতন দেওয়া, কর্মঘণ্টা কমিয়ে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত করা ও চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির নেতৃত্বে গতকাল রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তাঁরা। একই সঙ্গে তাঁরা প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা জানান, দাবি আদায়ের জন্য আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন তাঁরা।

মন্তব্যসাতদিনের সেরা