kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

ঘুমন্ত শ্রমিক নিহত নাকি অপহৃত!

লক্ষ্মীপুর প্রতিনিধি   

৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলক্ষ্মীপুরে নুর আলম (৫০) নামের এক নির্মাণ শ্রমিককে পাওয়া যাচ্ছে না। তবে তাঁর বিছানা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। রবিবার ভোরে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়িশার নির্মাণাধীন বাড়িতে তিনি ঘুমিয়েছিলেন। সকালে লোকজন নুর আলমের বিছানা রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। তাঁর পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যার পর নুর আলমের লাশ গুম করা হয়েছে। খবর পেয়ে সকালে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি লোকমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্তব্যসাতদিনের সেরা