kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

রামপাল বিদ্যুৎকেন্দ্রে দুই শ্রমিক নিহত

বাগেরহাট প্রতিনিধি   

৪ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাগেরহাটের রামপালে নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কাজ করার সময় কনটেইনার চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো একজন। শনিবার বিকেল ৫টার দিকে বিদ্যুৎকেন্দ্রের দক্ষিণ পাশের কোল ইয়ার্ডে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত দুই শ্রমিক হলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার নায়েব আলী (৪৫) এবং মো. ফিরোজ আলী (৪৯)। আহত অবস্থায় মো. সোয়ানুরকে (২৪) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুত্ফর রহমান জানান, নির্মাণাধীন বিদুৎকেন্দ্রের দক্ষিণ পাশে কোল ইয়ার্ডে তিন শ্রমিক ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। হঠাৎ পাশে থাকা কনটেইনার সরে গেলে ওই তিন শ্রমিক কনটেইনারের নিচে চাপা পড়েন। এ সময় ঘটনাস্থলে দুই শ্রমিক নিহত এবং একজন আহত হন। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা