kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজামালপুরে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তিনটি শিফটে ওই পরীক্ষা গ্রহণ করা হয়।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ও বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদ। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হুমায়ুন কবীর, বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান প্রমুখ।

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, শুক্রবার রাতেই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। উত্তীর্ণদের সাক্ষাত্কার আজ শনিবার নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে সব ধরনের একাডেমিক কার্যক্রম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে (জামালপুর) অনুষ্ঠিত হবে।

মন্তব্যসাতদিনের সেরা