kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ

আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি   

২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফাল্গুনে ঘন কুয়াশায় গতকাল শুক্রবার সকালে ছোট-বড় তিনটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এদিকে ফেরি সার্ভিস বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ দুই শতাধিক গাড়ির জট সৃষ্টি হয়।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। এ অবস্থায় নৌ দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি সার্ভিস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কুয়াশা কমে যাওয়ার পর সকাল সাড়ে ৯টা থেকে পুনরায় ফেরি সার্ভিস চালু করা হয়।

বিআইডাব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রুহুল আমিন বলেন, ‘ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে শুক্রবার সকালে আড়াই ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ ছিল।

এ নিয়ে গত তিন দিনে ঘন কুয়াশায় এ নৌপথে মোট সাড়ে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।’ 

 

মন্তব্যসাতদিনের সেরা