kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

ভোলায় কোটি টাকার বালু বাণিজ্য তদন্তে দুদক

ভোলা প্রতিনিধি   

২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভোলায় নদীখননের নামে কোটি টাকার বালু বাণিজ্যের তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) কর্মকর্তারা বালু বাণিজ্যের সঙ্গে জড়িত। এ নিয়ে গত বছরের ১৬ আক্টোবর কালের কণ্ঠের প্রিয় দেশ পাতায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে পড়ে দুদকের। পরে দুদক ভোলা জেলা প্রশাসককে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেন। এক সপ্তাহ ধরে জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামসহ একটি দল ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করছেন। আগামী এপ্রিল মাসে এর প্রতিবেদন দেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। স্থানীয় সূত্র জানায়, ভোলা-বরিশাল ও ভোলা-ঢাকা রুটের তেঁতুলিয়া নদীতে যেখানে খনন করার কথা সেখানে না করে অন্য স্থান থেকে বালু তোলা হচ্ছে। এর ফলে ছোট নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে অনেকে ভিটামাটি ছাড়া হয়ে গেছে। বিআইডাব্লিউটিএ ও শেলেটকের কিছু অসাধু কর্মকর্তা এ বাণিজ্যের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী তাদের বালু বাণিজ্যে বাধা দেওয়ার চেষ্টা করলে বিআইডাব্লিউটিএ কর্মকর্তারা তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন।

মন্তব্যসাতদিনের সেরা