kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

গফরগাঁওয়ে চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের গফরগাঁওয়ে সবুজ মিয়া (২২) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের গলা কেটে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার যশরা ইউনিয়নের ভারইল গ্রামে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সবুজ জন্মেজয় গ্রামের আলী নেওয়াজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে যাত্রীবেশী চার ছিনতাইকারী ভারইল যাওয়ার কথা বলে সবুজের অটোরিকশায় ওঠে। অটোরিকশাটি ভারইল গ্রামের ভারইল-গণ্ডগ্রাম সড়কের জিরারভিটা এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা সবুজের গলায় ক্ষুরজাতীয় কোনো বস্তু দিয়ে আঘাত করে। এ সময় সবুজ মাটিতে পড়ে গেলে ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে সবুজের চিৎকার শুনে স্থানীয় লোকজন প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সবুজের শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে বুধবার রাতেই তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

মন্তব্যসাতদিনের সেরা