kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

যুবলীগ নেতাকে হত্যা

ইউপি সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি   

১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাটোরে যুবলীগ নেতা হাসান আলী খাঁকে কুপিয়ে হত্যার ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। শুক্রবার রাতে নিহত হাসান আলী খাঁর ভাই শহিদুল ইসলাম খাঁ বাদী হয়ে আওয়ামী লীগকর্মী ও ইউপি সদস্য সালাউদ্দিন সেন্টু, সোহান, সজীব ও শাওনসহ ছয়জনের নাম উল্লেখ করে এ মামলা করেন।

শহিদুল ইসলাম জানান, সোহান ও সালাউদ্দিন সেন্টুসহ অভিযুক্তরা দীর্ঘদিন ধরে শহরের দত্তপাড়া বিসিক শিল্প নগরী, পান মোকাম, কাঁচামালের আড়তসহ বেশ কিছু পয়েন্টে চাঁদাবাজি করে আসছিল। এসব কাজে প্রতিবাদ করায় হাসানের ওপর ক্ষিপ্ত ছিল তারা। এর জেরেই বৃহস্পতিবার বিকেলে দত্তপাড়া বাজারে একটি চা দোকানে কুপিয়ে হাসানকে গুরুতর আহত করে সজীব ও সোহান। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হাসান মারা যান। নাটোর সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আবু সিদ্দিক তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা