kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

ক্লাস-পরীক্ষার দাবিতে সড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি   

১৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্লাস-পরীক্ষার দাবিতে সড়ক অবরোধ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা চালুর দাবিতে গতকাল পঞ্চগড়-দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ছবি : কালের কণ্ঠ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দিনাজপুর-ঢাকা ও দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে তারা। এর আগে তাদের প্রতিরোধের ঘোষণার মুখে২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ওরিয়েন্টেশন স্থগিত করেছে প্রশাসন। জানা যায়, ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে শিক্ষার্থীরা গতকাল সকাল ৯টায় প্রশাসনিক ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক, দিনাজপুর-ঢাকা ও দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। শেষে তারা দিনাজপুর-ঢাকা ও দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে। পাঁচ ঘণ্টা

পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

 

মন্তব্যসাতদিনের সেরা