kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

আজ প্রধানমন্ত্রী সফিপুরে যাচ্ছেন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি   

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে আসছেন। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৯তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন। এ ছাড়া বাহিনীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বীরত্বপূর্ণ, সেবামূলকসহ বিভিন্ন ক্যাটাগরিতে আনসার ও ভিডিপি সদস্যদের পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

এরই মধ্যে সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে আনসার-ভিডিপি সদস্যরা সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে এসেছেন। সমাবেশ উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকতার চূড়ান্ত মহড়া শেষ হয়েছে। মহড়ায় ছিল দৃষ্টিনন্দন শারীরিক কসরত প্রদর্শনী (ডিসপ্লে), সুসজ্জিত বাদকদলের বাজনা ও অভিবাদন।

মন্তব্যসাতদিনের সেরা