kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

সিংড়ায় অতিরিক্ত সেচমূল্য আদায় বন্ধের দাবি কৃষকদের

সিংড়া (নাটোর) প্রতিনিধি   

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাটোরের সিংড়ায় গভীর ও অগভীর নলকূপের অপারেটরদের বিরুদ্ধে কৃষকদের কাছ থেকে সেচ কমিটির নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

অতিরিক্ত টাকা আদায় বন্ধের দাবিতে ভুক্তভোগী কৃষকরা বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছে। গতকাল সোমবার সকালে বড়গাঁও ও রঘুকদমা গ্রামের মাঠে এসব কর্মসূচি পালিত হয়। এতে বড়গাঁও, রঘুকদমা, হাতিয়ান দিঘি, ছাতুয়া, মষিগারী, তাড়াই, বড়ই চড়া গ্রামের দেড় শতাধিক কৃষক অংশ নেয়।

এ বিষয়ে হাতিয়ান দিঘি মাঠের গভীর নলকূপের অপারেটর শহিদুল ইসলাম বলেন, ‘কর্তৃপক্ষের নির্ধারিত সেচমূল্য নিলে আমাদের কোনো লাভ থাকে না। কৃষকদের কাছে দুই হাজার ৬০০ থেকে দুই হাজার ৮০০ টাকা চাই। মূলত দুই হাজার ৫০০ টাকা নিই।’

সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। নির্ধারিত সেচমূল্যের চেয়ে কেউ বেশি নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্যসাতদিনের সেরা