kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

অবশেষে ধরা পড়লেন সেই ভুয়া চিকিৎসক

পাবনা প্রতিনিধি   

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅবশেষে ধরা পড়লেন সেই ভুয়া চিকিৎসক

মাসুদ রানা

চিকিৎসাসেবা দেওয়ার নামে প্রায় সাত বছর ধরে অসংখ্য মানুষের সঙ্গে প্রতারণার পর অবশেষে পুলিশের হাতে আটক হয়েছেন ভুয়া চিকিৎসক মাসুদ রানা। পাবনার ভাঙ্গুড়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক সেজে লক্ষাধিক টাকা বেতনে চাকরি করে আসছিলেন তিনি। গতকাল সোমবার নীলফামারী জেলা পুলিশের সহযোগিতায় পাবনা জেলা পুলিশ মাসুদ রানাকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাসুদ করিম নামের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের এমবিবিএস সার্টিফিকেট জাল করে এবং তাঁর চিকিৎসক নিবন্ধন নম্বর ব্যবহার করে চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি। সম্প্রতি এ নিয়ে কালের কণ্ঠে প্রতিবেদন প্রকাশের পর তোলপাড় শুরু হয়।

পাবনার পুলিশ সুপার শেখ মো. রফিকুল ইসলাম জানান, ভুয়া ওই চিকিৎসককে আটক করা হয়েছে।

 

মন্তব্যসাতদিনের সেরা