kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

পটুয়াখালী পৌরসভা

হিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা

পটুয়াখালী প্রতিনিধি   

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহিসাবরক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা

এস এম শাহিন

পটুয়াখালী পৌরসভার ভারপ্রাপ্ত হিসাবরক্ষক এস এম শাহিনের জ্ঞাত আয়বহির্ভূত দুই কোটি ৭৪ লাখ ৭৪ হাজার ৩৫০ টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে গতকাল সোমবার সকালে সদর থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন দুদকের পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আরিফ হোসেন।

জানা যায়, শাহিন ও তাঁর স্ত্রীর নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকায় শাহিনকে নোটিশ করে দুদক। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ১১ ডিসেম্বর শাহিন তাঁর সম্পদ বিবরণী দুদকে জমা দেন। দুদকের অনুসন্ধানে দাখিল সম্পদ বিবরণী মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়।  

জেলা দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার বলেন, ‘শাহিনের বিরুদ্ধে তদন্তের অনুমতি সাপেক্ষে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।’ 

শাহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

 

মন্তব্যসাতদিনের সেরা