kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

আ. লীগ নেতা হত্যায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি   

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআ. লীগ নেতা হত্যায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আরজু বিশ্বাস

পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যার ঘটনায় উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল বাকি ওরফে আরজু বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য মতে, আরজু ওই হত্যার পরিকল্পনাকারী। গত রবিবার রাতে পাবনার হেমায়েতপুর পাকা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আরজুর দেওয়া তথ্য মতে তাঁর রূপপুরের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আরজু উপজেলার চররূপপুর দক্ষিণপাড়ার মৃত এমদাদুল হক ওরফে টুলু বিশ্বাসের ছেলে। সোমবার সকালে ঈশ্বরদী থানার মিলনায়তন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। লিখিত বক্তব্যে ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা সেলিম আততায়ীর গুলিতে নিহত হওয়ার পর থেকে আরজু বিশ্বাস পলাতক ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরজু নিজেকে সেলিম হত্যার পরিকল্পনাকারী বলে স্বীকার করেছেন। তা ছাড়া সেলিম হত্যা সম্পর্কে আরজু কিছু চাঞ্চল্যকর তথ্যও দিয়েছেন।’ ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাঁকে।

 

মন্তব্যসাতদিনের সেরা