kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

পরীক্ষার মধ্যেই ফের কোচিং শুরু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি   

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপাবনার ভাঙ্গুড়ায় কোচিং সেন্টারগুলো গত শনিবার থেকে আবারও খুলেছে।

গতকাল সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙ্গুড়া পৌর শহরের শরত্নগর বাজারের বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ, মডেল স্কুল অ্যান্ড কলেজ, পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, লাইট হাউস স্কুল অ্যান্ড কলেজ, বাছের মেমোরিয়াল একাডেমি ও মিনা নজরুল শিক্ষা পরিবার, ভাঙ্গুড়া বাজারের অ্যাডভান্স স্কুল অ্যান্ড কলেজ, প্রিজম শিক্ষা পরিবার এবং জগাতলা বাজারের বিদ্যানিকেতন কেচিং সেন্টার তাদের কার্যক্রম চালু করেছে। এসব কোচিং সেন্টারে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। এ সময় বেশির ভাগ পরিচালক তাঁদের কোচিং সেন্টারে অনুপস্থিত ছিলেন। প্রশাসনের অভিযানের ভয়ে তাঁরা ‘বাইরে’ আছেন বলে জানান শিক্ষকরা।

এ সময় শিক্ষার্থীরা জানায়, এসএসসি পরীক্ষা শুরুর আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের ক্লাস করানো হতো। কিন্তু পরীক্ষার কারণে এক সপ্তাহ ক্লাস বন্ধ রাখা হয়।

প্রিজম শিক্ষা পরিবারের পরিচালক রাসেল আহমেদ বলেন, ‘বছরের শুরুতে কোচিং বন্ধ রাখলে আমরা সবাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব। শিক্ষকদের বসিয়ে রেখে লক্ষাধিক টাকা বেতন দিতে হবে।’

ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের সচিব এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ‘তাঁদের (কোচিং সেন্টারের মালিক) লিখিত নোটিশ দেওয়ার পাশাপাশি মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। তবু তাঁরা কোচিং বন্ধ করছেন না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।’

ইউএনও মাছুদুর রহমান বলেন, ‘কোচিং বন্ধ রাখতে পরিচালকদের কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এর পরও যাঁরা নিষেধাজ্ঞা মানছেন না, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

মন্তব্যসাতদিনের সেরা