kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধার খুনিদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি   

১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঈশ্বরদীতে মুক্তিযোদ্ধার খুনিদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ শক্তি প্রকল্প মোড় গোলচত্বরে আততায়ীদের গুলিতে নিহত মুক্তিযোদ্ধার খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। ছবি : কালের কণ্ঠ

পাবনার ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মুস্তাাফিজুর রহমান সেলিমকে হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন করা হয়েছে। এ সময় পাকশী বিবিসি বাজার ও পাকশী রূপপুর মোড়ের সব ব্যবসাপ্রতিষ্ঠানে কালো পতাকা ওড়ানো হয়।

স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও পাকশী বিবিসি বাজার কমিটির পক্ষ থেকে গতকাল রবিবার সকালে উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প মোড়ের গোলচত্বরে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় কালো ব্যাচ ধারণসহ ৪০ দিনের নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা