সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১
নাটোরের গুরুদাসপুরে এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বাবাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীটির মা গুরুদাসপুর থানায় অভিযোগ করেছেন।
জানা যায়, রবিবার উপজেলার শিকারপুর রশীদিয়া দাখিল মাদরাসার পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। দুপুরে মাদরাসাটির দপ্তরি ফরিদ মিঞার ছেলে দাখিল পরীক্ষার্থী নারীদের টয়লেটে ঢুকে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। মাদরাসায় উপস্থিত সবাই মিলে বিষয়টি মীমাংসা করে দেয়।
মাদরাসার সুপারিনটেনডেন্ট মো. ওসমান গনি জানান,মিলমিশ করে দেওয়ার পরই ছাত্রের খালু মোজাম্মেল হক ও ছাত্রীটির বাবার মধ্যে মারধরের ঘটনা ঘটে।
মন্তব্য