kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

বিদ্যালয়ে ঢুকে পেটাল ছাত্রদের

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী উচ্চ বিদ্যালয়ে দুই পক্ষের কথা-কাটাকাটির ঘটনা মীমাংসা মনঃপূত না হওয়ায় বিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। এতে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় এক ছাত্র ও তার বাবাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে।

স্থানীয়রা জানায়,  শনিবার ক্লাস চলাকালে সোনাতনী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রদের মধ্যে কথা-কাটাকাটি হয়। রবিবার দুপুরে বিষয়টি জেনে প্রধান শিক্ষক আব্দুর রউফ উভয় পক্ষকে ডেকে মীমাংসা করে দেন। কিন্তু সেই মীমাংসা মনঃপূত না হওয়ায় জকতলা গ্রামের দশম শ্রেণির ছাত্র মনি হোসেন ও তার বাবা বাকি মিয়া লোকজন নিয়ে বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান চলাকালে হামলা চালায়। এতে ১০ জন আহত হয়। এ সময় হাতুড়ি দিয়ে পিটিয়ে নবম শ্রেণির ছাত্র ইয়ামিন হোসেনের হাত ভেঙে দেওয়া হয়। খবর পেয়ে তার বাবা ধীতপুর গ্রামের শাহ আলম এগিয়ে গেলে তাঁকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। পরে বাবা ও ছেলেকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্যসাতদিনের সেরা