kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

জীবিতকে মৃত দেখিয়ে মামলা থেকে অব্যাহতির আবেদন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

২২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচাঁপাইনবাবগঞ্জে নাশকতার মামলা থেকে বাঁচতে আদালতে নিজেকে মৃত প্রমাণিত করার চেষ্টা করে ফেঁসে গেছেন লাল মোহাম্মদ। মারা যাওয়ার নাটক করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামো ধোবড়ার মৃত শুকুরুদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, শিবগঞ্জ থানায় ২০১৩ সালে দায়ের করা একটি নাশকতা মামলার আসামি হলেন লাল। মামলাটি চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে বিচারাধীন। সম্প্রতি এই মামলার আসামি লাল মৃত্যুবরণ করেছেন বলে আদালতকে জানান তাঁর আইনজীবী। লালকে অব্যাহতির আবেদন জানানো হয়। এই মৃত্যুর সত্যতা যাচাই করে ২৭ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য শিবগঞ্জ থানার পরিদর্শককে নির্দেশ দেন আদালত। বিষয়টি নিয়ে পুলিশ তদন্তে নামলে মৃত্যুর নাটক ফাঁস হয়ে যায়।

 

মন্তব্যসাতদিনের সেরা