kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

সাপাহারে পাতি সরালি শিকার

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি   

১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাতি সরালি পরিযায়ী পাখি এসেছে নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবাই বিল ও সীমান্তবর্তী পুর্ণভবা নদীতে। খাবার খুঁজতে আসা পাখি ধরা পড়ছে শিকারিদের হাতে। স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

জবাই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি সোহানুর রহমান সবুজ জানান, জমিগুলোতে অল্প পরিমাণে পানি থাকায় দু-একটি ছোট মাছ ও শামুক, পোকা-মাকড় খাওয়ার লোভে পরিযায়ী ও দেশীয় প্রজাতির পাখিরা দল বেঁধে ভিড় জমায়। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু শিকারি বিল ও নদীর জলে ফাঁস জাল, বিশেষ ফাঁদ ও দানাদার বিষসহ বিভিন্ন কৌশলে পাখি শিকার করে চলেছে।

 

মন্তব্যসাতদিনের সেরা