kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

ইবিতে আপত্তিকর লিফলেট

তদন্তে কমিটি থানায় মামলা

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমানের আপত্তিকর ছবিসংবলিত লিফলেট ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে। বিষয়টির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। গত রবিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে ও অফিস কক্ষে একটি লিফলেট পড়ে থাকতে দেখা যায়।

এদিকে এ ঘটনায় প্রভাষক মোস্তাফিজুর রহমান গত মঙ্গলবার স্থানীয় থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে একটি মিথ্যা ও কুরুচিপূর্ণ ছবি প্রকাশ ও প্রচার করা হয়েছে। এতে আমার ব্যক্তিগত সম্মান ও বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। আমি বিষয়টি শিক্ষক সমিতির মাধ্যমে প্রশাসনকে জানিয়েছি।’

মন্তব্যসাতদিনের সেরা