kalerkantho

শনিবার । ১৬ নভেম্বর ২০১৯। ১ অগ্রহায়ণ ১৪২৬। ১৮ রবিউল আউয়াল ১৪৪১     

মুকসুদপুরে কুমার নদে ডুবে এক শিশুর মৃত্যু

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি   

১৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগোপালগঞ্জে মুকসুদপুর পৌরসভার কমলাপুর এলাকায় কুমার নদে ডুবে মায়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মায়া ওই এলাকার ভ্যানচালক শামীমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মায়া তার দাদির সঙ্গে গোসল করতে কুমার নদে গিয়েছিল। গোসল শেষে তীরে ওঠার পর হাত থেকে ব্রাশ পড়ে গেলে ব্রাশ ধরতে গিয়ে সে নদীতে পড়ে যায়। পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পরও শিশুটিকে না পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন মিলে প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর শিশুটির লাশ উদ্ধার করে।

মন্তব্যসাতদিনের সেরা