kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

শ্রীনগরে বিক্রমপুর জাদুঘরের পান্থশালার উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমুন্সীগঞ্জের শ্রীনগরের বালাশুরে অবস্থিত বিক্রমপুর জাদুঘরের পান্থশালার (গেস্ট হাউস) উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে পান্থশালাটির উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মহিউদ্দিন।

শেষে জাদুঘরের অডিটরিয়ামে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ড. নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন মো. মহিউদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দুলাল কৃষ্ণ সাহা, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সহসভাপতি ডা. আব্দুল মালেক ভূইয়া, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক ড. সুফি মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সামসুল আলম সবজল, ঢালী আব্দুল জলিল, হেলেনা ইয়াসমিন, অজয় চক্রবর্তী, মো. হানিফ বেপারী, ওয়াহিদুর রহমান জিঠু প্রমুখ। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের শ্রীনগর শাখার সাধারণ সম্পাদক মুজিব রহমান সভাটি সঞ্চালনা করেন।

লৌহজংয়ে নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নারী মাদক কারবারিসহ দুজনকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ। গতকাল শনিবার সকালে আলাদা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা থেকে ১০ পিস ইয়াবাসহ বেদে সম্প্র্রদায়ের রিনা বেগম (৫০) ও কনকসার ইউনিয়নের বাজার থেকে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি লিমন হোসেনকে (২৪) গ্রেপ্তার করেন পুলিশ।

মন্তব্যসাতদিনের সেরা