kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

অতিরিক্ত ফির প্রতিবাদে বিক্ষোভ ফরিদপুরে

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএসএসসির ফরম পূরণ ও বিভিন্ন শ্রেণিতে নতুন ভর্তির জন্য অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ উঠেছে ফরিদপুরের সদরপুরের কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এর প্রতিবাদে স্কুলটির শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেয়। ইউএনও পূরবী গোলদার স্মারকলিপিটি গ্রহণের পর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, স্কুলটিতে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড ফি থেকে অতিরিক্ত এক হাজার পাঁচ শ টাকা ও নতুন শ্রেণিতে ভর্তির জন্য প্রধান শিক্ষকের নির্দেশে শিক্ষার্থীপ্রতি এক হাজার পাঁচ শ টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে। প্রতিবাদ জানিয়েও কোনো লাভ হয়নি। তবে অভিযোগ অস্বীকার করে স্কুলটির প্রধান শিক্ষক আবু জাফর মিয়া বলেন, ‘বোর্ড ফি ছাড়া অতিরিক্ত ফি নেওয়া হয়নি।’

মন্তব্য