kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

ঠাকুরগাঁওয়ে পুরনো সেতুর ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি   

১১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঠাকুরগাঁওয়ের হরিপুরে পুরনো সেতু ভাঙার সময় ছাদ ধসে পড়ার ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরো দুই শ্রমিক আহত হন। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে বুজরুক কাদোশুকা গ্রামে। মৃতরা হলেন মশালডাঙ্গী গ্রামের সহবুলের ছেলে তরিকুল ইসলাম ও আব্দুর রউফের ছেলে তজিবুর রহমান। আহতরা হলেন মশালডাঙ্গী গ্রামের গুল মোহাম্মদের ছেলে আখের আলি ও শাম  মোহাম্মদের ছেলে জিয়াউর রহমান। দুই শ্রমিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এলজিইডির উপজেলা সহকারী প্রকৌশলী আব্দুর ছামাদ জানান, পরিত্যক্ত সেতুটি ভেঙে নতুন নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে ঠিকাদার মুক্তার হোসেনকে কাজ দেওয়া হয়েছে। গতকাল সেতুটি ভাঙতে গেলে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হরিপুর থানার ওসি আমিরুজ্জামান।

মন্তব্য