kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

ধুনটে নিয়োগপত্র ছিনিয়ে নিলেন যুবলীগ নেতা

ধুনট (বগুড়া) প্রতিনিধি   

১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ার ধুনট উপজেলায় যুবলীগের এক নেতার বিরুদ্ধে বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী-কাম দপ্তরির নিয়োগপত্রসহ সংশ্লিষ্ট সব কাগজ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে নৈশপ্রহরী-কাম দপ্তরি তাহেরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, উপজেলা নিয়োগ কমিটি ৬ অক্টোবর চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে বড়িয়া গ্রামের তাহেরুল ইসলামকে বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী-কাম দপ্তরি পদে নিয়োগ দেয়। ১০ অক্টোবর তাহেরুল নিয়োগপত্রসহ যোগদানের কাগজপত্র বিদ্যালয়ে জমা দেন। ১৪ অক্টোবর বিকেলে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি চিকাশি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বিদ্যালয়ে যান। তিনি অফিসকক্ষে ঢুকে শিক্ষকদের ভয়ভীতি দেখিয়ে তাহেরুলের নিয়োগপত্রসহ সব কাগজ কেড়ে নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান ওই দিনই উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসানকে বিষয়টি জানান।

অভিযুক্ত সাইদুল ইসলাম বলেন, ‘আমাকে অবমাননা করে তাহেরুল ইসলাম বিদ্যালয়ে যোগদান করায় তাঁর নিয়োগসংক্রান্ত যাবতীয় কাগজপত্র নিয়ে এসেছি। আলোচনা সাপেক্ষে তাঁকে কাগজপত্র ফেরত দেওয়া হবে। ছিনতাইয়ের অভিযোগ সঠিক নয়।’

ধুনট থানার ওসি খান মো. এরফান বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

মন্তব্যসাতদিনের সেরা